Page Title
W3.CSS
কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ
Home
নৌটিশ বোর্ড
 • পরীক্ষার নোটিশ
 • খরর

  অধ‍্যক্ষ স‍্যারের বাণী

  বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে বতর্মান তথ্য প্রযুক্তি  যুগে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে ওয়েবসাইট খোলার বা চালু করণে নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে কৃঞ্চগোবিন্দপুর ডিগ্রি কলেজে ওয়েবসাইট খোলার উদ্যোগ গ্রহণ করা হয়। অগ্রণী ভূমিকায় তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক জনাব মোঃ শাহীন আলম স‍্যারের একান্ত প্রচেষ্টাকে আন্তরীক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ওয়েবসাইট এমন একটি যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে প্রতিষ্টান  অনলাইন তথ্যের ভিত্তিতে সরকারি অফিসসহ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারিদের বন্ধন তৈরী করবে। 

  আমি এই কলেজের অধ‍্যক্ষ হওয়ায় কলেজের অগ্রগতি ও চ‍্যালেঞ্জস সমন্ধে অবহিত রয়েছি। আদর্শ শিক্ষা প্রতিষ্টান হিসেবে রুপদানে চেষ্টায় আছিএবং সেই সাথে মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষকগণের প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা কামনা করি ও এলাকার সকল অভিভাবকগণের সহানুভূতি ও সহযোগিতা কামনা করি।

  কলেজ প্রতিষ্ঠাগন যে লক্ষ্য ও উদ্দেশ্য এই গ্রাম‍্য এলাকায় সকল পেশার ব‍্যক্তিবর্গের সহযোগিতায় প্রতিষ্ঠিত করেন এই কলেজ, আমরা কলেজ কর্তৃপক্ষ তাঁদের সকলকেই শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং যারা চলে গেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করি। আমার প্রত‍্যশা এই প্রতিষ্ঠান হতে শিক্ষাগ্রহন করে প্রত‍্যেক শিক্ষার্থী যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হয়ে বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে এই কামনায় আল্লাহ্ হাফেজ। 

  প্রতিষ্ঠান সম্পর্কিত
  উদ্ভাবনী কার্যক্রম
  সেবা বক্স
  এসডিজি
  অধ্যক্ষ
  মোহাঃ রফিউজ্জামান
  website counter
  গুরুত্বপূর্ন লিংক সমূহ
  ম্যাপ